লক্ষ্মীপুরের কমলনগরে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করায় এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফজুমিয়ারহাট বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম উপজেলার চরকাদিরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ফরাজীপাড়া এলাকার আব্দুশ শহিদের ছেলে।.
.
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাস্ট্র ও সরকার বিরোধী উস্কানিমূলক বিভিন্ন স্ট্যাটাস দেয়ায় কমলনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।.
.
পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে রাকিব তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে রাস্ট্র ও সরকার বিরোধী মিথ্যা ও ভুয়া বিভিন্ন স্ট্যাটাস প্রচার করে আসছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে নানা উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে। এবং কোটা বিরোধী আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের ভূল বুঝিয়ে জড়ো করে বিক্ষোভ মিছিল করা সহ সরকারের বিরুদ্ধে নানা ইস্যু নিয়েও সে নানাভাবে গুজব ও মনগড়া কথা প্রচার করছে। এমতাবস্থায় তাকে আইনের আওতায় আনতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফজুমিয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।.
.
কমলনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, গ্রেফতারকৃত শিবির কর্মী তার ব্যক্তিগত ফেসবুক থেকে সরকার ও রাষ্ট্র বিরোধী নানা উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে। এবং কোটা বিরোধী আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের ভূল বুঝিয়ে জড়ো করে বিক্ষোভ মিছিল করা সহ সরকারের বিরুদ্ধে নানা চক্রান্তে মেতে উঠে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি )
আপনার মতামত লিখুন: